৪৬ পুলিশের বিরুদ্ধে নিহত ছাত্রদল সভাপতির স্ত্রীর হত্যা মামলা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ছাত্রদল সভাপতি নুরে আলমের স্ত্রী বাদি হয়ে ভোলা থানার এসই আনিসউদ্দিনকে প্রধান আসামি করে ওসি তদন্ত আরমানসহ ৪৬ জন পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বৃহস্পৃতিবার (১১ আগস্ট) ভোলার সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে তিনি হত্যা মামলা দায়ের করেন।
বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত বিষয়টি নিশ্চিত করে জানান, “মামলা নাম্বর এমপি ৪১৫/২২। এই মামলায় অজ্ঞাত আরো ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।”
আইনজীবী আরও জানান, “আদালত আগামী ৮ সেপ্টেম্বর এর মধ্যে সংশ্লিষ্ট তথ্য প্রমাণাদি আদালতে জমা দেয়ার জন্য ভোলা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।”
উল্লেখ্য, গত ৩ আগস্ট ভোলায় বিএনপি-পুলিশের সংঘর্ষের সময় জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম গুরুতর আহত হন। এরপর ৬ আগস্ট বিকেলে রাজধানীর গ্রীন রোডে কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন তিনি অবস্থায় মারা যান।
এসএ/