বরগুনায় সুপেয় পানির দাবীতে সমাবেশ ও পটগান অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বরগুনায় সুপেয় পানির দাবীতে সমাবেশ ও পটগান অনুষ্ঠিত

বরগুনা সহ উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে ভূগর্ভস্থ পানির ব্যাবহার বন্ধ করা, পুকুর ও জলাশয়সহ খাস জমিতে পানির আধার তৈরী, পারিবারিক পর্যায়ে বিশুদ্ধ পানি সংরক্ষনের দাবীতে বরগুনায় সমাবেশ ও গণসচেতনতা মূলক পটগান অনুষ্টিত হয়। পার্টসিপেটরি রিসার্চ আ্যান্ড আ্যাকশন নেটওয়ার্ক, আ্যাকশন এইড এবং জাগোনারী এই সমাবেশের আয়োজন করে।

সিদ্দিক স্মৃতি মঞ্চ চত্তরে আয়োজিত ‍‘নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি আমার অধিকার’ শিরোনামে  সমাবেশে প্রত্যন্ত অঞ্চলের কৃষক সহ পানির সংকটে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করেন। 

সমাবেশে বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা আঃ মোতালেব মৃধা, প্রেসক্লাব সভাপতি, আ্যাড়ঃ সঞ্জীব দাস,সাংবাদিক হাসানুর রহমান, জাকির হোসেন মিরাজ,কাউন্সিলর রইসুল আলম রিপন,জাগোনারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাঁসি, শ্যামল পাল প্রমূখ।

সমাবেশ শেষে স্হানীয় শিল্পিরা পানি অধিকার প্রচারাভিযান শীর্ষক ‘পটগান’ পরিবেশন করে।

এসএ/