মোংলায় হরিণের চামড়াসহ পাচারকারী আটক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মোংলায় হরিণের চামড়াসহ পাচারকারী আটক

মোংলা প্রতিনিধি: মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজ বাজার থেকে পাঁচটি হরিণের চামড়াসহ পাচারকারী আল আমিনকে (২৫) আটক করেছে র‍্যাব। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ১০টার দিকে হরিণের চামড়াসহ র‍্যাব-৬ খুলনার সদস্যরা তাকে আটক করে। সুন্দরবনের বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য আল আমিনের বাড়ী খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা গ্রামে।

র‍্যাব-৬ এর কর্মকর্তা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, সুন্দরবন থেকে হরিণ শিকারের পর চামড়া সংগ্রহ করে তা চোরাই বাজারে বিক্রির জন্য নিয়ে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আল আমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে হরিণের পাঁচটি চামড়াসহ মোংলা থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এসএ/