সৌদিতে সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের যুবক নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের আবুল কালাম আজাদ (৪০) সৌদি প্রবাসী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) আবুল কালামের সৌদি বন্ধুদের বরাত এ খবর জানতে পেরেছে তার পরিবার। আবুল কালাম আজাদ বেতবাড়ীয়া গ্রামের মোঃ আলেক হোসেনের ছেলে।
পরিবার সত্রে যানা যায়, আজাদ শুক্রবার (১২ আগস্ট) ছুটির দিন থাকায় জুম্মার নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন এমন সময় আজাদ রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আজাদের লাশ বর্তমানে সৌদি হাসপাতালে হিম ঘরে রাখা আছে।
আজাদের পরিবার জানান, সেখানে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছে সৌদি আইন অনুযায়ী লাশ দেশে পাঠানো হবে তবে কিছুদিন সময় লাগবে।
আজাদ গত ৭ দিন আগে সহড়াতলা আকবার হোসেনের মেয়ের সাথে মোবাইলের মাধ্যমে বিবাহ করে। বর্তমানে তার পরিবারে চলছে শোকের মাতম।
এসএ/