দুমকিতে অপহরণ চেষ্টাকালে ২ জন আটক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পটুয়াখালীর দুমকিতে আলী হায়দার প্যাদা নামের এক ব্যাক্তিকে অপহরণ চেষ্টাকালে স্থানীয় জনতার সহযোগীতায় দুই জনকে আটক করেছে দুমকি থানা পুলিশ।
শনিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার লেবুখালিতে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার লেবুখালি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত মোতাহার প্যাদার ছেলে হায়দার আলী শনিবার সকাল সাঁড়ে ৭ টার সময় নিজ বাড়ির সামনের দোকানে যাওয়ার সময় ৭/৮ জনের একদল দুর্বৃত্ত তাকে একটি আলফায় জোরপূর্বক টেনে তুলে নিয়ে যাওয়ার সময় তিনি বাঁচাও বাঁচাও চিৎকার করেন। স্থানীয়রা দেখতে পেলে মোটরসাইকেল যোগে পিছু নিয়ে লেবুখালি এসে তাদের আটকাতে সক্ষম হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই ৪/৫ জন কৌশলে পালিয়ে যায় এবং দুইজনকে আটকে রেখে পুলিশে খবর দিলে তাদেরকে আটক করে দুমকি থানায় আনা হয়।
এদিকে অসুস্থতাবস্থায় হায়দার আলীকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আটকৃত একজন একই ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের মৃত্যু আঃ রহিম হাওলাদারের ছেলে মোঃ আলমগীর হোসেন (৬০) অন্যজন হলেন আঃ মতিন শুভ (৩৬) পিতার নাম হোসেন মোল্লা। তার বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার বাগডাঙ্গা গ্রামে।
রিপোর্ট লেখা পর্যন্ত দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম জনবাণীকে জানান, “এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।”
এসএ/