নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ৩ নারীর মর্মান্তিক মৃত্যু, আহত ৫
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন অটোরিক্সা যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ অটোরিক্সা যাত্রী। নিহত ও আহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক। বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে নীলফামারী সদরের দারোয়ানী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় লেভেল ক্রসিং অতিক্রম করছিলো অটোরিক্সাটি। এ সময় খুলনা-চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি অটোরিক্সাটিকে ধাক্কা দিলে সেটি কয়েক ফিট দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে শেফালী বেগম (৩৫) নামের এক নারী শ্রমিক মারা যান।
পরে এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে, রোমানা (৩৫) ও সাহেরা (৩৫) নামের আরও দুই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহত অন্য পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এসএ/