টানা বৃষ্টিতে বরগুনায় জনদূর্ভোগ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


টানা বৃষ্টিতে বরগুনায় জনদূর্ভোগ

বরগুনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আষাঢ় মাসের শেষের দিকে গুড়ি-গুড়ি বৃষ্টি পরতে থাকে। কিছুদিন ধরে  চলছে হঠাৎ তুমুল বৃষ্টি। সেই সঙ্গে বইছে ঠান্ডা বাতাসও।

এদিকে, এমন বৃষ্টিতে বিপাকে পড়ে যায় সাধারণ মানুষ। টানা দীর্ঘদিন বৃষ্টির জন্য কেউই প্রস্তুত ছিলেন না। বৃষ্টির সঙ্গে শীতের তীব্রতাও বাড়তে থাকে। শনিবার (১৩ আগস্ট) সকাল ৯ টা পর্যন্ত ৪'৭ মিলি লিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

বরগুনা পৌর শহরের টাউনহল বাস স্টেশন এলাকার ব্যাবসায়ী (মুদি দোকানদার) মোঃ নোমান বলেন, “আমি প্রতিদিন সকাল থেকে অনেক রাত পর্যন্ত (মুদি মালামাল) বিক্রি করি। কিন্তু বৃষ্টি আসায় দোকানের ঝাপ নামিয়ে বসে আছি। আজকে আবহাওয়াটা খারাপের কারনে দাঁড়িয়েই আছি, কোনো বিক্রি নেই বললেই চলে। একদিকে শুক্রবার তাই অনেকেই ছুটিতে গ্রামের বাড়ি ছুটে গেছে বেড়াতে! অন্যদিকে বৃষ্টির কারণে শহরে স্থানীয় মানুষও কমে গেছে!”

রিকশা চালক আঃ হালিম বলেন, ‍“দুপুরে বের হয়ে বৃষ্টির কবলে পরেছি! বৃষ্টিতে কোন যাত্রীও মিলছে না! আমাদের আজকের দিনটাই নষ্ট করে দিয়ে গেল হঠাৎ বৃষ্টি নেমে!”

এদিকে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায়  বৃষ্টির পাশাপাশি উপকূলের বেড়ী বাঁধের বাহিরে অবস্হিত বসতঃবাড়ী ঘর কোথায়ও কোথায়ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ জোয়ারের পানিতে তলিয়ে গেছে। শনিবার পর্যন্ত বরগুনার নদ-নদীর জোয়ারের পানি বিপৎ সীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। 

এসএ/