ভোলায় সুপেয় পানি অধিকার নিশ্চতে তরুণদের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
উপকূলীয় সকল মানুষের সুপেয় পানি অধিকার নিশ্চত করার দাবি নিয়ে ভোলায় বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থী ও বিভিন্ন ইয়ুথ সংগঠন এর সম্মনয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১৩ আগষ্ট) বেলা ১১ টায় ভোলা প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। কোস্ট ফাউন্ডেশন এর আয়োজনে একশন এইড এর সহযোগীতায় কর্মসূচিতে অংশ নেয় ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ।
মানববন্ধনে বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে পানি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে। সুপেয় পানির সমস্যা পুরো উপকূল জুড়ে বস্তিৃত।লবনাক্ত পানির সংকটে উপকূলের নারী ও শিশু কিশোর-কিশোরী নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পরছে প্রতিনিয়ত। তাই উপকূলের মানুষের স্বাস্থ্যসেবার সুরক্ষায়,সুপেয় পানির নিশ্চয়তার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহাবুব আলম, কোস্ট ফাউন্ডেশনের টিম লিডার রাশিদা বেগম, ভোলা জেলা নাগরিক ফোরাম এর সহ-সভাপতি মামুনুর রশীদ, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর সভাপতি আদিল হোসেন তপু,সহ-সভাপতি মাইনুল এহসান, জিসান, নুরে মোবাশ্বের, মুনতাহা, রাব্বি প্রমুখ।
এসএ/