বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর

সাতক্ষীরার তালায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা আটটি গরু মারা গেছে।

রবিবার (১৪ আগস্ট) সকালে চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহিনুর রহমান উপজেলার লাউতাড়া গ্রামের বাসিন্দা। তিনি ট্রাকের চালক ছিলেন।

জানা গেছে, শনিবার রাতে একটি গরুবোঝাই ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাক খাদে পড়ে চালকসহ আটজন আহত হন। এ সময় স্থানীয়রা চালককে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ঘটনাস্থলেই মারা যায় ট্রাকে থাকা আটটি গরু।

এ বিষয়ে চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএক্স/