পানিতে ডুবে শিশুর মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হিমু (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের চর হেলেঞ্চাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম হুরমুজ আলী।  

জানা যায়, মঙ্গলবার দুপুরে ১২ টায় কামরাবাদ ইউনিয়নের চর হেলেঞ্চাবাড়ী গ্রামে কয়েকজনের সাথে নদীতে গোসল করতে নেমে হিমু নিখোঁজ হয়।নিখোঁজের প্রায় ২০ মিনিট পর সংবাদ পেয়ে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

হিমু মোনালিসা কিন্ডার গার্ডেনে প্রথম শ্রেণীতে  অধ্যয়নরত ছিলেন। তার বাবা হুরমুজ ঢাকায় একটি মালিকানা কোম্পানীতে চাকুরি করেন। হুরমুজ আলীর ১ মেয়ে সহ  ২ ছেলের বাবা। শিশুটির মৃত্যুতে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। 

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুন নাইম এ প্রতিবেদক মাসুদুর রহমানকে জানান, হাসপাতালে আসার পুর্বেই শিশুটি মারা যায়।

আরএক্স/