জন্মনিবন্ধন সেবার নামে অর্থ আত্মসাৎ ও অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জন্মনিবন্ধন সেবার নামে অর্থ আত্মসাৎ ও অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুর জন্মনিবন্ধন সেবার নামে অর্থ আত্মসাৎ ও অনিয়মেন প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। 

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে সুরমা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন পরর্বতী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করেন ইউনিয়নের উদ্যোক্তা মোস্তফা মিয়া ও সচিব শামছুল আলম জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবার নামে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন। কোনো প্রকার রশিদ না দিয়ে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ করেন ভুক্তভোগীরা।

মানববন্ধন শেষে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে  স্থানীয় টেংরা বাজারে প্রতিবাদ মিছিল পরবর্তি সভা করেন স্থানীরা।অভিভাবক আব্দুল করিমের সভাপতিত্বে ও শিক্ষার্থী জাহিদ হাসান পাপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,  মিজানুর রহমান, মেজবাউল গণি সুমন, হযরত আলী, সিরাজুল ইসলাম শিপন, জয়নাল আবেদীন, রেজাউল গণি, মানিক মিয়া, মাজহারুল গণি শামীম, আব্দুল মুকিত আকাশ, জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, শিক্ষার্থী মুহিবুর রহমান পরান প্রমুখ।

এসএ/