বেড়ায় অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পাবনার বেড়া উপজেলার কৈটোলা বাজারে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানা গড়ার অপরাধে , সৈয়দ আলী নামক এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৭আগস্ট) বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো: সবুর আলীর নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজুতা মান্নার নেতৃত্বে বেড়া থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায় অভিযুক্ত ব্যক্তি পরিবেশের ছাড় পত্র না নিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসার সাথে জড়িত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজুতা মান্না বলেন, "কারখানার ধোঁয়ায় প্রাকৃতিক বিনষ্ট সহ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক। পরিবেশ এবং জনরক্ষায উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।"
আরএক্স/