মানিকগঞ্জে শোক দিবস পালনে অনিহা, জাতীয় পতাকার অবমাননা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা.ইসরাত জাহানের বিরুদ্ধে জাতীয় শোক দিবস পালনে অনিহা ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে।
জানা যায়,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালী, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, বিশেষ মোনাজাত, কোরআন তেলাওয়াত আলোচনা সভা করার নির্দেশনা থাকলেও কোনটি মানেনি স্বাস্থ্য ও প:প কর্মকর্তা ইসরাত জাহান।
সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে একই দন্ডে কালো পতাকার নিচে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় পতাকার অবমাননা করেন তিনি।
সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হলেও ওই দিন কোন রকম কর্মসূচি না নিয়ে শুয়ে বসে কাটিয়ে দুপুর একটার পর খিচুরি খাওয়ার জন্য হাসপাতালে আসেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক ডাক্তার ও কর্মচারীরা জানান, জাতীয় শোক দিবসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোন কর্মসূচি নেওয়া হয়নি। সকালে একই দন্ডে কালো পতাকার নিচে জাতীয় পতাকা উত্তোলন করে ছুটির দিনের মতো।
আরএক্স/