পটুয়াখালীতে দুইটি ট্রলার ডুবি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে আবারও এফবি সোহেল ও এফবি সুজন নামের দুইটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরের দিকে বঙ্গোপসাগরের মৌডুবির বয়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় পাশ্ববর্তী অন্য একটি ট্রলার গিয়ে ওই দুই ট্রলারে থাকা ১৪ জন জেলেদের উদ্ধার করেছে।
উদ্ধার জেলেদের বাড়ি এবং ট্রলার মালিক সোহল ও সুজনের বাড়ি মৌডুবী ইউনিয়নের নীচকাটা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার মোল্লা।
তিনি জানান, আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলার দু'টি ডুবে যায়। পাশ্ববর্তী অন্য একটি ট্রলার গিয়ে ওই দুই ট্রলারে থাকা ১৪ জন জেলেদের উদ্ধার করেতে সক্ষম হয়েছে।
এতে ওই ট্রলার মালিকদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইতোমধ্যে জেলেরা ট্রলাগুলো উদ্ধারে কাজ শুরু করেছে।
আরএক্স/