চলমান সংকটের মধ্যেই ডিপিডিসিতে গণবদলি!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চলমান সংকটের মধ্যেই ডিপিডিসিতে গণবদলি!

বিদ্যুৎ নিয়ে দেশজুড়ে এক ধরনের অস্থির পরিস্থিতি। সাময়িক সংকট মোকাবেলায় বিদ্যুৎ বিভাগ থেকে নানাবিধ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এমন অবস্থার মধ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ৭ জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং ১৪ জন নির্বাহী প্রকৌশলীকে একযোগে বদলির খবরে ওই দপ্তরেই তোলপাড় শুরু হয়েছে। 

বুধবার (১৭ আগস্ট) রাতে ডিপিডিসির এমপ্লয়ী ম্যানেজমেন্টের (অ্যাডমিনিস্ট্রেশন) ডিজিএম নীহার রঞ্জন সরকার স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশ জারি করা হয়। 

সেগুলোতে বলা হয়, ‘বর্ণিত কর্মকর্তাগণ ২৩ আগস্ট অপরাহ্নের মধ্যে বদলিকৃত দপ্তরে যোগদান করবেন। অন্যথায় ২৪ আগস্ট পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষনিক অবমুক্তি (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।’

ডিপিডিসির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিশ্ব বাজারের জ্বালানী তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রভাবে বাংলাদেশে যখন সরকার জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ীতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি স্বাভাবিক করতে চাচ্ছে, সেই মুহূর্তে এই গণবদলি ক্ষতিকারক। এতে করে বিদ্যুৎ বিতরণী ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে বলে তারা আশংকা করছেন। এদিকে প্রতিদিনই রাজধানীতে কোনো কোনো জায়গায় ২/৩ ঘন্টা লোডশেডিং দিতে হচ্ছে। তীব্র গরমে যখন মানুষ নাভিশ্বাস ঠিক সেই মুহূর্তে মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে এভাবে গণবদলিতে বিদ্যুৎ বিতরণী ব্যবস্থায় হ-য-ব-র-ল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

ডিপিডিসির একাধিক সূত্র জানায়, চলমান এই সংকটে একজন কর্মকর্তা নতুন একটা জায়গায় বদলি হয়ে যাওয়ার পর সেই জায়গায় কাজে যোগদান করে পরিস্থিতি বুঝতে বুঝতে বেশ কিছু দিন লেগে যাবে। এতে সংকট আরও বহু মাত্রায় বেড়ে যাবে।

ডিপিডিসির অন্য আরেকটি সূত্রে দাবি করেছে, এ গণবদলিতে অনেকের পদায়নে বিশাল অংকের উৎকোচ লেনদেন হয়েছে।

গণবদলির বিষয়ে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান মুঠোফোনে জানান, এই বদলির বিশেষ কোন কারণ নেই। এটা নিয়মিত বদলির অংশ।

বর্তমান পরিস্থিতিতে এ মুহুর্তে কেন এ গণবদলি? এ প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, এটা আমাদের রুটিন ওয়ার্ক। এখানে অনিয়মের কোন সুযোগ নাই। 

বদলি হওয়া সাত তত্ত্বাবধায়ক প্রকৌশলী হলেন- শ্রীবাস চন্দ্র বিশ্বাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (১১২৬৫), বর্তমান কর্মস্থল- তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডেমরা ও শ্যামপুর, বদলিস্থল- তত্ত্বাবধায়ক প্রকৌশলী লালবাগ। মোঃ আতাউর রহমান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (১১২৬৮), বর্তমান কর্মস্থল- প্রকল্প পরিচালক, এক্সপানশন এন্ড স্ট্রেস্পেনিং অব পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি (জি টু জি), বদলিস্থল- তত্ত্বাবধায়ক প্রকৌশলী তেজগাঁও। মোঃ শাহেদ মাহবুব ভূঞা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (১১২৭৮), বর্তমান কর্মস্থল- প্রকল্প পরিচালক, পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট আন্ডার ডিপিডিসি, বদলিস্থল- নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালক, প্রকল্প-২ এর দায়িত্ব পালন করবেন। মোঃ আবুল কালাম আজাদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (১১২৬৬), বর্তমান কর্মস্থল- সিসিও টু ব্যবস্থাপনা পরিচালক, বদলিস্থল- প্রকল্প পরিচালক, এক্সপানশন এন্ড স্ট্রেস্পেনিং অব পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি (জি টু জি)। খন্দকার এ এইচ এম জুলফিকার হায়দার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (১১২৬১), বর্তমান কর্মস্থল- প্রকল্প পরিচালক, প্রকল্প-২, বদলিস্থল- সিসিও টু ব্যবস্থাপনা পরিচালক। মোঃ তরিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (১১২৫১), বর্তমান কর্মস্থল- তত্ত্বাবধায়ক প্রকৌশলী লালবাগ ও ধানমন্ডি, বদলিস্থল- এনওসিএস ডেমরা ও অতিরিক্তি দায়িত্ব হিসেবে শ্যামপুর। মোঃ রুহুল আমিন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (১১২৬৩), বর্তমান কর্মস্থল- এনওসিএস তেজগাঁও, বদলিস্থল- এনওসিএস ধানমন্ডি।

বদলি হওয়া ১৪ জন নির্বাহী প্রকৌশলী হলেন- মোঃ রুহুল আমিন ফকির, নির্বাহী প্রকৌশলী (১১০৯৩), বর্তমান কর্মস্থল- এনওসিএস শীতলক্ষ্যা, বদলিস্থল- এনওসিএস নারায়ণগঞ্জ (পূর্ব)। প্রবীর চন্দ্র তালুকদার, নির্বাহী প্রকৌশলী (১১০৮৪), বর্তমান কর্মস্থল- এনওসিএস ধানমন্ডি, বদলিস্থল- এনওসিএস বনশ্রী। মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী (১১১২৭), বর্তমান কর্মস্থল- এনওসিএস সিদ্ধিরগঞ্জ, বদলিস্থল- এনওসিএস সাতমসজিদ। মোঃ রাখিবুল হাসান, নির্বাহী প্রকৌশলী (১১১০৩), বর্তমান কর্মস্থল- এনওসিএস লালবাগ, বদলিস্থল- এনওসিএস ধানমন্ডি। মোহাম্মদ মাঈন উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (১১১২৯), বর্তমান কর্মস্থল- এনওসিএস ফতুল্লা, বদলিস্থল- এনওসিএস শ্যামপুর। মোঃ গোলাম মোরশেদ, নির্বাহী প্রকৌশলী (১১১২০), বর্তমান কর্মস্থল- এনওসিএস নারায়ণগঞ্জ (পূর্ব), বদলিস্থল- এনওসিএস শীতলক্ষ্যা। মোঃ মুহিবুল্লাহ, নির্বাহী প্রকৌশলী (১১১১৬), বর্তমান কর্মস্থল- এনওসিএস মাতুয়াইল, বদলিস্থল- এনওসিএস লালবাগ। মোঃ হেলাল উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (১১১২৮), বর্তমান কর্মস্থল- এনওসিএস কাজলা, বদলিস্থল- এনওসিএস মাতুয়াইল। মোঃ আহসান-উল-ইসলাম সরকার, নির্বাহী প্রকৌশলী (১১১২২), বর্তমান কর্মস্থল- এনওসিএস শ্যামপুর, বদলিস্থল- এনওসিএস মানিকনগর। কাজী রাশেদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী (১১৩৯১), বর্তমান কর্মস্থল- নির্বাহী প্রকৌশলী, বনশ্রী, বদলিস্থল- নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে নির্বাহী প্রকৌশলী, সিস্টেম প্রটেকশন (সাউথ)। মোঃ রায়হানুল আলম, উপ- বিভাগীয় প্রকৌশলী (২১৫৭৭), বর্তমান কর্মস্থল- নির্বাহী প্রকৌশলী, মানিকনগর, বদলিস্থল- এনওসিএস কাজলা। এ কে এম মাহমুদুর রহমান সরদার, উপ- বিভাগীয় প্রকৌশলী (১১৪৮৪), বর্তমান কর্মস্থল- নির্বাহী প্রকৌশলী, সাতমসজিদ, বদলিস্থল- এনওসিএস ফতুল্লা। নাঈম হাসান, উপ- বিভাগীয় প্রকৌশলী (২১৪৮৯), বর্তমান কর্মস্থল- নির্বাহী প্রকৌশলী, ডিজাইন, পলিসি, স্ট্যান্ডার্ড এন্ড ডকুমেন্টস, বদলিস্থল- কন্ট্রাক্ট এন্ড প্রকিউরমেন্ট এর দপ্তর। মোঃ রাকিবুল ইসলাম, উপ- বিভাগীয় প্রকৌশলী (২১৪৭৫), বর্তমান কর্মস্থল- নির্বাহী প্রকৌশলী, নারায়ণগঞ্জ (পূর্ব), বদলিস্থল- এনওসিএস সিদ্ধিরগঞ্জ।

এসএ/