গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই নারীর মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই নারীর মৃত্যু

গাজীপুরে পৃথক স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। ঐ দুই নারীর পরিচয় এখনো জানা যায়নি।  

শুক্রবার (১৯ আগস্ট) ভোরে টঙ্গী রেলস্টেশনের কাছে এবং ভুরুলিয়া রেলগেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে গাজীপুরে টঙ্গী রেলস্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। অপর ঘটনায় গাজীপুরের ভুরুলিয়া রেলগেট এলাকায় সকালে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। 

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

জয়দেবপুর জংশন ফাঁড়ি ইনচার্জ মো. শহিদুল্লাহ জানান, ‍“নিহতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।”

এসএ/