টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা আটক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


টেকনাফে  আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবির থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

শুক্রবার (১৯আগস্ট) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি-ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর।

আটক মো. ফারুক (২৯) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি-ব্লকের বাসিন্দা ওলা মিয়ার ছেলে।

হাসান বারী নুর বলেন, শুক্রবার ভোরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরনার্থী শিবিরের সি-ব্লকে জনৈক ব্যক্তির বসত ঘরে কতিপয় অস্ত্রধারী লোকজন অবস্থান করছে খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক ঘরটি ঘেরাও করলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন লোক কৌশলে পালিয়ে যায়। 

ঘরটিতে অবস্থানকারি সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে লোকটির হেফাজতে রাখা দেশিয় তৈরী একটি বন্দুক ও তিনটি গুলি পাওয়া যায়।  

এপিবিএন এর অধিনায়ক বলেন, " আটক মো. ফারুক সংঘবদ্ধ রোহিঙ্গা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজি সহ রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক নানা অপরাধ সংঘটনের অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। "

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এডিআইজি হাসান বারী নুর।

আরএক্স/