ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে ডোবার পানিতে ডুবে আব্দুল্ল্যা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

(২১আগস্ট) রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পানি মাছ কুটি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ঐ এলাকার শাহিন মিয়ার ছেলে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, নিহত শিশু বাড়ির উঠানে একাই খেলছিল। একপর্যায়ে সে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে শিশুটির স্বজন উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করায় আশপাশের বাড়ির লোকজন শিশুটিকে খুঁজতে থাকে।

একপর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে শিশুটিকে দেখামাত্র উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরএক্স/