যশোরে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ৬৫ প্রার্থী মনোনয়নপত্র জমা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫৫ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আসন্ন দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে অংশগ্রহণের জন্য ৬৫ প্রার্থী রবিবার (৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সকাল থেকে বিকাল পর্যন্ত প্রার্থীরা সমর্থকদের সঙ্গে মিছিল করে মটর শ্রমিক কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির কাছে পত্র জমা দেন। নির্বাচনের পরিচালনা কমিটির চেয়ারম্যান ফারাজি মতিয়ার রহমান জানান, সভাপতি পদে ২ জন, কার্যকারী সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৭ জনসহ বিভিন্ন পদে মোট ৬৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় নির্বাচনের পরিচালনা কমিটির সদস্য আবু নাঈম মোড়ল, কাজী গোলাম হায়দার ডাবলু ও রেজাউল করিম মোল্যা উপস্থিত ছিলেন। ইউনিয়নের নির্বাচন আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।