শরীয়তপুরে আইনজীবীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
শরীয়তপুরের চিকন্দিতে শিক্ষানবিশ আইনজীবী ওয়াহেদুজ্জামান খানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার স্বজন ও এলাকাবাসী।
(২১আগস্ট) রবিবার দুপুরে শহরের রাজগঞ্জ ব্রিজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শরীয়তপুর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধন কর্মসূচি শেষে প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে নিহতের পরিবার, স্বজন ও এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, গত ৯ আগস্ট দুপুরে সদর উপজেলার চিকন্দিতে স্থানীয় আওয়ামী লীগের দুইগ্রুপের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবী ওয়াহেদুজ্জামান খানকে কুঁপিয়ে হত্যা করা হয়। সংঘর্ষে আরও ১৫ জন গুরুত্বর আহত হয়। এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই মোদাচ্ছের খান বাদি হয়ে পালং মডেল থানায় ৩৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
আরএক্স/