দোয়ারাবাজারে নৌ-দুর্ঘটনায় নিখোঁজ একজনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৌ-দুর্ঘটনায় সুরমা নদীতে পড়ে নিখোঁজ হওয়া খেয়া নৌকার যাত্রী সামসুল ইসলাম (৩৫) এর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২১আগষ্ট) সকালে সুরমা নদীর চর থেকে তার লাশ উদ্ধার করে দোয়ারাবাজার থানা পুলিশ। সামসুল ইসলাম সুনামগঞ্জ সদরের গোবিন্দপুর গ্রামের রইছ আলীর পুত্র।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে একটি খেয়া নৌকা (নদী পারাপারের খেয়া নৌকা) দোয়ারাবাজার সদর ঘাট থেকে আজমপুর ঘাটে যাওয়ার পথে একটি বড় বাল্কহেড নৌকার ধাক্কায় যাত্রীবাহী ওই খেয়া নৌকা যাত্রীও যাত্রীদের একটি মোটরসাইকেলসহ তলিয়ে যায়।
নৌ-দুর্ঘটনার পর স্থানীয় লোক, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে আহত যাত্রীদের উদ্ধার করেন।অনেক যাত্রী সাঁতরিয়ে আজমপুর ঘাটের তীরে উঠতে সক্ষম হয়েছেন।
এ দিকে নিখোঁজ হওয়া দুইজনের সন্ধান রাত ১টা পর্যন্ত পাওয়া যায়নি। পরে উদ্ধার অভিযান বন্ধ করে দেয়া হয়। দুর্ঘটনা কবলিত বাল্কহেড নৌকা থানা পুলিশের হেফাজতে রয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর।
আরএক্স/