ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে নারীকে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার ২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে নারীকে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার ২

জামালপুরের সরিষাবাড়ীতে এক গৃহবধূকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারন করে জিম্মি করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ শনিবার (২০ আগস্ট) দুপুরে সরিষাবাড়ী থানায় তিনজনকে আসামী করে মামলা দায়ের করে। 

পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় সাথে জড়িত প্রধান আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে । গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দৌলতপুর গ্রামের খলিল মিয়ার ছেলে রাজন মিয়া (২৫) ও টাংগাইল গোপালপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে আব্দুল হালিম (৩২)। 

মামলা ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, মামলার প্রধান আসামি রাজন মিয়া দীর্ঘদিন ধরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েকবার ওই গৃহবধূকে ধর্ষণ করে। শনিবার ওই ভুক্তভোগী গৃহবধূ সরিষাবাড়ী লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দৌলতপুর এলাকা থেকে রাজন ও হালিমকে গ্রেপ্তার করে। পরে শনিবার বিকালে গ্রেপ্তারকৃতদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ জানান, ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ছড়িয়ে একাধিক বার ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী এক নারী থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।
 
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর  এ প্রতিবেদক মাসুদুর রহমানকে জানান, এ ঘটনায় ২ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরএক্স/