পটিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পটিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণের ঘটনায় ধর্ষক মো. হাসেম (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২১ আগষ্ট) রাতে তাকে গ্রেফতার করে পটিয়া কালারপুল পুলিশ। গ্রেফতারকৃত মো. হাসেম কক্সবাজার জেলার উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাওলানা ফারুকের বাড়ির মুহাম্মদ এলাদ হোসাইনের পুত্র।

মামলা সূত্রে জানা গেছে, মো. হাসেম উপজেলার জিরি ইউনিয়নে দীর্ঘদিন মাদ্রাসায় শিক্ষা দান করে আসছিল। সে সুবাধে ভুক্তভোগী রিমা আক্তারের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে রিমা আক্তারকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে। এক পর্যায়ে বিষয়টি এলাকায় জানা জানি হয়ে গেলে কিশোরীকে বিয়ে করতে সে অস্বিকার করে।

এ ঘটনায় শনিবার কিশোরী রমা খতিজা বেগম বাদী হয়ে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর কালারপুল থানার পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন শনিবার রাতে আসামীকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ওসি তদন্ত রেজাউল করিম মজুমদার জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদ শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরএক্স/