আমাদের জন্য কঠিন ফাইনাল খেলাে: সাকিব


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আমাদের জন্য কঠিন ফাইনাল খেলাে: সাকিব

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ঘোর দুর্দিন চলছে। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে বাংলাদেশের সমস্যাগুলো এতই বিশাল যে রাতারাতি সেগুলোর সমাধান খোঁজাটাকে বোকামি মনে করছেন খোদ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও। তবুও এই দুঃসময়েই বাংলাদেশকে টি-টোয়েন্টির দুটি বড় আসরে অংশ নিতে হবে। 

শেষ চারটি এশিয়া কাপে বাংলাদেশ তিনটিতেই খেলেছিল ফাইনাল, ২০১২ সালে দেশের মাটিতে এই যাত্রা শুরু হয়। সেবার পাকিস্তানের কাছে মাত্র ২ রানে ম্যাচ হেরে হৃদয় ভাঙে সাকিব, মুশফিকদের। ২০১৬ সালে ভারতের কাছে হেরে যায় টি-টোয়েন্টি ফাইনাল। ২০১৮ সালে আবার ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে হারে স্বপ্নভঙ্গ। 


সঙ্গে বাংলাদেশ দল যেন এখন ‘মিনি হাসপাতাল’। লিটন, ইয়াসির ইনজুরিতে। চোট নিয়ে শঙ্কায় নুরুল হাসান সোহান। দল ঘোষণার পর ছিটকে গেছেন হাসান মাহমুদ। সামগ্রিক বিবেচনায় খুব ভালো অবস্থায় নেই বাংলাদেশ। এজন্য বড় কিছুর আশাও করতে পারছেন না অধিনায়ক সাকিব আল হাসান, ‘আমাদের জন্য কঠিন (ফাইনাল খেলা)।’ 

তবে কীভাবে ভালো করা যাবে, সেই পথটাও সাকিব দেখিয়ে দিয়েছেন, ‘বাস্তবিক চিন্তা করলে আমরা যদি এই দুটা ম্যাচ ভালো খেলতে পারি এবং আগের যে সিরিজগুলো খেলেছি বা এক দেড় বছরে যে সিরিজগুলো খেলেছি সেখান থেকে উন্নতির ছায়া যদি রাখতে পারি, তাহলে একটা অর্জন হবে এই টুর্নামেন্টে।’ 

এজন্য নিজেদের ওপর বিশ্বাস রাখা, দলের প্রত্যেকের ওপর আস্থা অর্জন করা জরুরি মনে করছেন অধিনায়ক, ‘আমরা যখন এই রুম থেকে বের হবো, সবাই একটা চিন্তা নিয়ে বের হবো, এরকম হলে যেটা হয়- অনেক সময় খারাপ সিদ্ধান্ত ভালো হয়ে যায়। আর যদি এই বিশ্বাস না থাকে, অনেক ভালো সিদ্ধান্তও খারাপ হয়ে যায়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ড্রেসিংরুমে কী সিদ্ধান্ত নিচ্ছি, আমরা ড্রেসিংরুমের মানুষ সেটা বিশ্বাস করছি কি না। সবার বিশ্বাস করত হবে এমন কথা নেই। তবে বিশ্বাস না করলে আমরা ওটার পেছনে পুরোপুরি সমর্থন করছি কি না এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা যদি করতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো।’

দলের লক্ষ্য নিয়ে সরাসরি সাকিব কোনও উত্তর দেননি। তবে এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘যেই দল আমাদের, উচিত হবে সুপার ফোর খেলা।’ 

ছয় দলের এশিয়া কাপ হচ্ছে গ্রুপ পর্বের লড়াইয়ে। বাংলাদেশের গ্রুপে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এখান থেকে দুই দল যাবে সুপার ফোরে। সুপার ফোরে চার দল প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল যাবে ফাইনালে। 

বর্তমান অবস্থায় ফাইনাল খেলতে চাওয়া বাড়াবাড়ি হতে পারে। তবে সুপার ফোরে খেলা চাইলেই সম্ভব। মাঠে সেই কাজটা করতে হবে সাকিবদের।

আরএক্স/