সিরিজ বাঁচানোর লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫


সিরিজ বাঁচানোর লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সংগৃহীত ছবি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে টিকে থাকতে মাঠে নেমেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।


সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয় ভিন্ন কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। প্রথম ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে বড় ব্যবধানে হারায় সিরিজে ১-০ তে পিছিয়ে বাংলাদেশ।


দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একাদশে এসেছে পরিবর্তন। দল থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস ও পেসার তাসকিন আহমেদ। তাঁদের জায়গায় জায়গা পেয়েছেন শামীম পাটোয়ারী ও হাসান মাহমুদ।


লিটনকে ঘিরে আগে থেকেই অনিশ্চয়তা ছিল। কারণ তিনি ম্যাচপূর্ব অনুশীলনেই ছিলেন না। আর ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিনকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাও ছিল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে— একাদশে নেই দুই তারকা।


অপরদিকে, স্বাগতিক শ্রীলঙ্কাও করেছে দুটি পরিবর্তন। বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন মিলান রত্ননায়েকে ও এহসান মালিঙ্গা। তাঁদের জায়গায় দলে এসেছেন স্পিনার দুনিথ ভেল্লালাগে ও পেসার দুষ্মন্ত চামিরা।



প্রথম ম্যাচে শ্রীলঙ্কার স্পিন আক্রমণের বিপর্যয়ে ভেঙে পড়ে বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। বিশেষ করে হাসারাঙ্গা ও কামিন্দুরার ঘূর্ণিতে কোনো জবাবই ছিল না টাইগারদের ব্যাটসম্যানদের।


আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়, আগের ম্যাচের ভেন্যু প্রেমাদাসা স্টেডিয়ামেই।


বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।


শ্রীলঙ্কা একাদশ:

নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।



এসডি/