বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৫টায় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মচারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বাসচালক ৩২ বছর বয়সী আবদুল হাকিম ও যাত্রী ২৩ বছর বয়সী আশিক আলী। হাকিম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখের ছেলে ও আশিক আলী হাকিমপুর উপজেলার নওদাপাড়া ডাঙ্গাপাড়ার নাসির উদ্দীনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।
স্থানীয়দের বরাতে ওসি আশ্রাফুল জানান, ভোরে ঢাকা থেকে এসআর পরিবহনের একটি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই চালক ও যাত্রী নিহত হন।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত দুই বাসযাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওসি বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও স্টাফরা পালিয়ে গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ওআ/