রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার। 

মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টারদিকে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজারসহ ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলসহ উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্পে পৌঁছান। দুপুর ১২টার দিকে নোয়েলিন হেজার জাতিসংঘের প্রতিনিধি দলসহ কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে এসে শরনার্থীদের রেজিষ্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন।

কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন গণমাধ্যমকে জানিয়েছেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে নোয়েলিন হেজার  ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, আইওএম এর চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নারী, যুব প্রতিনিধি,ধর্মীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।

আগামীকাল বুধবার সকালে কক্সবাজার শহরে  তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত সহ সরকারের শরনার্থী ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নিবেন।

আরএক্স/