আনোয়ারায় যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে মোঃ ইউনুছ (২৭ ) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া এলাকায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় মোহাম্মদ ইউনুস এর পুত্র।
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা নুরুল হোসেন নুর জানান, কিছুদিন আগে গুচ্ছি গ্রামের এক মেয়ের সাথে তাঁর বিয়ে হয়েছে। তার বউয়ের সাথে পারিবারিক একটা ঝামেলা চলছিলো। সকালে বিষয়টি নিয়ে বাড়িতে ঝগড়া হয়েছে। তারপর নিজ ঘরে ঢুকে সে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান বলেন, জানতে পেরেছি তার আব্বুর সাথে ঝগড়া করে সে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
আরএক্স/