কেশবপুরে ভুয়া কাজীর ১৫ দিনের কারাদণ্ড


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কেশবপুরে ভুয়া কাজীর ১৫ দিনের কারাদণ্ড

কেশবপুরে সোমবার সন্ধ্যায় এক ভুয়া কাজীকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদন্ডদেশ দিয়েছেন। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার জাহানপুর গ্রামের ইয়াকুব আলী মোড়লের ছেলে অলিয়ার রহমান (৩৭) কাজী সেজে বেগমপুর গ্রামের এক বাড়িতে বিয়ে পড়াতে যান। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান ঘটনাস্থলে হাজির হন। এ সময় অলিয়ার রহমান ভুয়া কাজী প্রমাণিত হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ১৫ দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন বলেন, মঙ্গলবার সকালে ওই ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।