মুদি দোকানে অগ্নিকাণ্ড, ৭০ লাখ টাকা ক্ষতি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মুদি দোকানে অগ্নিকাণ্ড, ৭০ লাখ টাকা ক্ষতি

ভোলার বোরহানউদ্দিনে কুঞ্জের হাট বাজারের  পশ্চিম সাহা রোডে টলঘর সংলগ্ন মনিরের পাইকারি মুদি দোকানে অগ্নিকাণ্ড। ফজরের নামাজের পরপরই ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দিশেহারা ও আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন কুঞ্জের হাট বাজারের ব্যবসায়ী ও আশেপাশের সকলে।
  
মঙ্গলবার (৩১ আগস্ট) ভোর পাঁচটার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে  আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনার সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত চলে আসে এবং তাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্ৰণে আনতে সক্ষম হলেও অগ্নিকান্ডে মনিরের দোকানের ব্যাপক  ক্ষতি হয়েছে। বাতাসে এখনো ভেসে বেড়াচ্ছে পোড়া গন্ধ।

এসময় সাহায্যের জন্য ছুটে আসেন বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় লোকজন, রাজনৈতিক নেতৃবন্দ, ইউপি চেয়ারম্যান,স্থানীয় সাংবাদিকগণ সহ
অসংখ্য মানুষ।

অগ্নিকাণ্ডের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং বাজার কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রব কাজী বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এবং বাজার ব্যবসায়ী স্থানীয় লোকজন সহ আমরা আগুন নেভাতে সক্ষম হই। তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত ও সবার সহযোগিতা থাকায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে, অন্যথায় আগুন ভয়াবহ রূপ ধারণ করে বাজারের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারতো।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস সুত্র জানায়, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকেই অগ্নিকান্ডের সুত্রপাত। 

এ বিষয়ে সর্বশান্ত মনির বলেন, দোকানের নীচতলা ও দোতালার গুদামঘরে প্রায় ৭০ লাখ টাকার মুদি মালামাল ছিল। পাইকারি দোকান হওয়া মুদির সকল নিত্যপণ্য মজুত থাকতো। তিনি কান্নাজড়িত কন্ঠে আরো বলেন,  আমার দোকানের সবকিছু নিমিষে পুড়ে ছাঁই হয়ে গেছে। আমি এখন সর্বশ্বান্ত ও নিঃস্বপ্রায়।

আরএক্স/