মানবসেবার অঙ্গীকারে রক্তের বাঁধন ঘাটাইলের দ্বি-বার্ষিক সম্মেলন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২৫ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


মানবসেবার অঙ্গীকারে রক্তের বাঁধন ঘাটাইলের দ্বি-বার্ষিক সম্মেলন
ছবি: প্রতিনিধি

একের কাঁধে অন্যের হাত, রক্তের বাঁধন টিকে থাক”—এমন স্লোগানকে সামনে রেখে শনিবার দুপুর ৩টায় টাঙ্গাইলের ঘাটাইল ব্রাক্ষ্মণশাসন সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো মানবসেবামূলক সংগঠন ‘রক্তের বাঁধন ঘাটাইল’ এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫।


অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবীদের উপস্থিতি যেন ছিল এক মানবিক মিলনমেলা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এস.এম. আব্দুল লতিফ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান ৩নং জামুরিয়া ইউনিয়ন পরিষদ জনাব ইকলাখ হোসেন শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আরেক উপদেষ্টা জনাব এনায়েত করিম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জি বি জি সরকারি কলেজের সহকারী অধ্যাপক  জনাব সাইফুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য মোঃ রাসেল সরকার।


আরও পড়ুন: প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই


সম্মেলনে শুধু আনুষ্ঠানিকতা নয়, ছিল স্বেচ্ছাসেবীদের অনুপ্রেরণার কথামালা। বক্তারা বলেন, রক্তের বাঁধন ঘাটাইল  শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার এক চলমান আন্দোলন। যেখানেই রক্তের প্রয়োজন, সেখানেই এগিয়ে আসে এই সংগঠনের তরুণ-যুবকেরা।


আলোচনার শেষে ঘোষণা করা হয় নতুন নেতৃত্ব। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন জনাব মোঃ আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক জনাব মোঃ সৈকত হাসান এবং সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মেহেদী হাসান। নতুন কমিটি মোট ৫১ সদস্য বিশিষ্ট।


আরও পড়ুন: যথাযথ মর্যাদায় চিশতিনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত


সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে বলেন, “রক্তদানই আমাদের শক্তি। একজন অসহায় মানুষের জীবন বাঁচানো মানে একটি পরিবারকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দেওয়া। আমরা চাই, আগামী দিনে রক্তের বাঁধন ঘাটাইল মানবতার প্রতিটি আহ্বানে সাড়া দেবে।”


সম্মেলনের পরিবেশে ছিল এক ধরনের আত্মত্যাগের উচ্ছ্বাস। হাসি-আনন্দে, অঙ্গীকারে আর ভ্রাতৃত্বের দৃঢ় বন্ধনে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন।


আরএক্স/