ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৭ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
ছবি: প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার বেজগাঁও পালকি এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। 


শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বেজগাঁও যাত্রী ছাউনীর সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে। 


এ ঘটনায় ঢাকামুখী হাইওয়ে লেনে প্রায় ঘণ্টা খানেক যান চলাচল বন্ধ থাকে। এ সময় বিভিন্ন গাড়ি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন ব্যবহার করে যেতে দেখা যায়। 


আরও পড়ুন: প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই


প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী বাসটি বেজগাঁও যাত্রী ছাউনীর সামনে এসে সামনে অন্য একটি বাসকে বাম পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আড়াআড়িভাবে সড়কে আটকে যায়। 


মো. রাজিব নামে বাসের এক যাত্রী বলেন, চালক ও হেলপারসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন। 


শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের সঙ্গে ধাত্তা লেগে উল্টে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। 


হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাঈম সিদ্দিকী জানান, বেশ কয়েকজ আহত হয়েছে। এর মধ্যে বাসটির হেলপার গুরুতর আহত হন। এখনও পর্যন্ত প্রাণহাণির ঘটনা ঘটেনি। বাসটি রেকার দিয়ে সরানো হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হবে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


এসএ/