বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২৩ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত একটার দিকে শহরের আকুরটাকুরপাড়ায় এ ঘটনা ঘটে।


শহরের কবি নজরুল সরণিতে অবস্থিত কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’। তার ওপরের তলাতেই কাদের সিদ্দিকীর ব্যক্তিগত বাসা। হামলার সময় তিনি বাসায় ছিলেন।


আরও পড়ুন: যথাযথ মর্যাদায় চিশতিনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত


বাসার কেয়ারটেকার জানান, রাতের আঁধারে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত মই বেয়ে গেট টপকে ভেতরে প্রবেশ করে। তারা ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি দুটি গাড়ি ভাঙচুর করে। মুখোশধারী ও হেলমেট পরা হামলাকারীরা আশপাশের লোকজন এগিয়ে আসলে দ্রুত পালিয়ে যায়।


এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমেদ জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আরও পড়ুন: নুরাল পাগলের দরবারে পুলিশের কড়া নিরাপত্তা


উল্লেখ্য, রবিবার (৭ সেপ্টেম্বর) কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা বাসাইলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে তাকে প্রধান অতিথি করার কথা ছিল। তবে একই সময় ‘ছাত্র সমাজের’ ব্যানারে অপর একটি সমাবেশ ডাকা হয়। এ পরিস্থিতিতে বাসাইল শহীদ মিনার ও আশপাশের এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।


এএস