মান্দায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:১৩ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের নীলকুঠি নামক স্থানে রাজশাহী-নওগাঁ মহাসড়কে রবিবার (৭ সেপ্টেম্বর) ভোরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক সাজুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আনুমানিক ভোর ৫টার দিকে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন।
আরও পড়ুন: প্রবীণ রাজনীতিক
বদরুদ্দীন উমর
আর নেই
দূর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। নিহত ট্রাক চালক সাজু (৪০) গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কুমুনয় গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে বলে যানা যায়।
প্রতক্ষদর্শীরা জানান, ট্রাকটি রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছিল। বেপরোয়া গতি থাকাই এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
এবিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মনসুর রহমান বলেন রবিবার ভোরে নওগাঁ গামী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার স্বীকার হয়ে ট্রাকচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদহে হস্তান্তর করা হয়েছে।
এসএ/