সরকারি কর্মচারী গ্রেফতারে পূর্বানুমতি বাতিলের রায় আপিলে স্থগিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন শুনানি মুলতবি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেমম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
স্থগিত করেনি চেম্বার জজ আদালত। একই সঙ্গে আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।
সরকারি কর্মচারীরা ফৌজদারি অপরাধ করলেও তাদের গ্রেফতার করতে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিধান বাতিল করে গত ২৫ আগস্ট রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রায়ে বলেছেন, সরকারি চাকরি আইনের ৪১ এর ১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। যেখানে সংবিধান সবার সমঅধিকারের কথা বলেছে, সেখানে সরকারি চাকুরি আইনের ঐ ধারা সাংঘর্ষিক।
বুধবার হাইকোর্টের দেয়া ওই রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
চেম্বার আদালত রায় স্থগিত না করে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আজ বৃহস্পতিবার শুনানির জন্য পাঠান। আজ আপিল বেঞ্চ রায়টি স্থগিত করেন।
এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট রায় দেন।
আরএক্স/