Logo

হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নিয়ে যা জানাল মন্ত্রণালয়

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৮
58Shares
হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নিয়ে যা জানাল মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

আগামী বছরের হজে অংশ নিতে প্রাথমিক নিবন্ধনের সময়সীমা আগামী ১২ অক্টোবর শেষ হবে। সৌদি সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এই সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

আগামী বছরের হজে অংশ নিতে প্রাথমিক নিবন্ধনের সময়সীমা আগামী ১২ অক্টোবর শেষ হবে। সৌদি সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এই সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে মন্ত্রণালয় অনুরোধ করে, দেশের সব মোবাইল ব্যবহারকারী মুসলিম নাগরিকদের কাছে বিনামূল্যে এসএমএসের মাধ্যমে নিবন্ধন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ ২০২৬-এর প্রাথমিক নিবন্ধন ২৭ জুলাই থেকে শুরু হয়েছে, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। এজন্য মোবাইল অপারেটরদের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেওয়া জরুরি।

এবার প্রাথমিক নিবন্ধনের জন্য চার লাখ টাকা জমা দিতে হবে। পরবর্তীতে হজ প্যাকেজ ঘোষণা হলে বাকি অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে।

তবে সময়সীমা শেষ হতে এখনও এক মাসের বেশি বাকি থাকলেও সরকার এখনো হজ প্যাকেজ ঘোষণা করেনি। চলতি মাসের মাঝামাঝি সময়ে প্যাকেজ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নিয়ে যা জানাল মন্ত্রণালয়