হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নিয়ে যা জানাল মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৮ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

আগামী বছরের হজে অংশ নিতে প্রাথমিক নিবন্ধনের সময়সীমা আগামী ১২ অক্টোবর শেষ হবে। সৌদি সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এই সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে মন্ত্রণালয় অনুরোধ করে, দেশের সব মোবাইল ব্যবহারকারী মুসলিম নাগরিকদের কাছে বিনামূল্যে এসএমএসের মাধ্যমে নিবন্ধন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে।
আরও পড়ুন: তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
চিঠিতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ ২০২৬-এর প্রাথমিক নিবন্ধন ২৭ জুলাই থেকে শুরু হয়েছে, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। এজন্য মোবাইল অপারেটরদের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেওয়া জরুরি।
এবার প্রাথমিক নিবন্ধনের জন্য চার লাখ টাকা জমা দিতে হবে। পরবর্তীতে হজ প্যাকেজ ঘোষণা হলে বাকি অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: জাতীয় নির্বাচনে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত তালিকা প্রকাশ
আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে।
তবে সময়সীমা শেষ হতে এখনও এক মাসের বেশি বাকি থাকলেও সরকার এখনো হজ প্যাকেজ ঘোষণা করেনি। চলতি মাসের মাঝামাঝি সময়ে প্যাকেজ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে ধর্ম মন্ত্রণালয়।
এএস