বোরো মৌসুমে ডিজেলের দাম বৃদ্ধিতে চরম বিপাকে চরাঞ্চলের কৃষকরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বোরো মৌসুমে ডিজেলের দাম বৃদ্ধিতে চরম বিপাকে চরাঞ্চলের কৃষকরা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ডিজেল চালিত শ্যালোমেশিন দিয়ে বোরো চাষ করা প্রায় ১২ হাজার কৃষক ডিজেলের দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছে।

অনেকে বোরো চাষের জমির পরিমান কমিয়ে দিয়েছেন। বোরো চাষে ব্যস্ত সময় পাড় করলেও চলতি মৌসুমে উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা পুরন নিয়ে হতাশ  প্রকাশ করেছেন চাষীরা।

উপজেলায় চলতি মৌসুমে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নিধার্ণ করা হয়েছে হাজার ৯৩৯ হেক্টর জমিতে। পর্যন্ত নির্মান হয়েছে প্রায় ৬০০ হেক্টর জমিতে। গভীর নলকুপের সংখ্যা  ৮৬ টিতে প্রায় হাজার হেক্টর জমিতে চাষাবাদ,অগভীর নলকুপ / বিদ্যুত নির্ভর সেচযন্ত্রর সংখ্যা হাজার ৩২০ টিতেও প্রায় হাজার হেক্টর জমিতে চাষাবাদডিজেল চালিত সেচযন্ত্র (শ্যালোমেশিন) এর সংখ্যা প্রায় হাজার টিতে চাষাবাদ হাজার ২০০ হেক্টর জমিতে। উভয় সেচের সুবিধাভোগি কৃষকের সংখ্যা প্রায় ২৫ হাজার জন।

কৃষকদের দেয়া তথ্য মতে সাধারণ দোআশ

' ); }

বিজ্ঞাপন

Janobani Squire Ad

পাঠকপ্রিয়