রূপগঞ্জে ৫টি জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ, রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরে জবাইকৃত ৫টি ঘোড়ার মাংস উদ্ধার করেছে আনসার সদস্যরা।
সোমবার (৩০ জুন) ভোররাতে আনসারের একটি টহল দল অভিযান চালিয়ে এ ঘটনা উদঘাটন করে।
জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে পূর্বাচলের ৩০৬ নম্বর রোডের ৫ নম্বর প্লটে টহলরত অবস্থায় আনসার সদস্যরা একটি সিএনজি অটোরিকশা দেখতে পান।
সন্দেহ হলে তারা এগিয়ে গেলে কিছু ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয় -তার নাম ফয়েজ মিয়া (৩৫), পিতা হাফিজ মিয়া, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ।
পরে প্লটের ভিতর ঢুকে আনসার সদস্যরা দেখতে পান, পাঁচটি ঘোড়া জবাই করে মাংস আলাদা করা হচ্ছে। আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন এবং আটককৃত ফয়েজ মিয়াকে পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন বলেন, রাতের টহল চলাকালে আমরা ১০ নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত প্লটে সন্দেহজনক কিছু দেখতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে ৫টি জবাইকৃত ঘোড়া ও একজনকে আটক করি। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পলাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: তিন মাদ্রাসাছাত্রীর একজনের মরদেহ উদ্ধার, দুইজন নিখোঁজ

ঘাটাইলে জামাইয়ের হাতে শাশুড়ী খুন- গ্রেফতার ২

শ্রীপুরে পিস্তল উঁচিয়ে আকাশের দিকে গুলি করে, স্কুলছাত্রীকে তুলে নেওয়ার হুমকি

গোয়ালন্দের পদ্মায় জেলের জালে ধরা পরল ৫০ কেজি ওজনের বিশাল বাঘাইর মাছ
