মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমরা যে যেই আদর্শের থাকি না কেন, আমাদের বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে বুকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুন্দর এবং সমৃদ্ধশালী সোনার বাংলা উপহার দিতে চাই। তাহলে তাদের জন্য হলেও আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাব আব্দুস সালাম হলে আয়োজিত খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সভা ও নির্বাচন (২০২২) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে দেশের উন্নয়নকে পিছিয়ে ফেলা হয়েছে। দেশকে পিছিয়ে রাখার জন্য, সে সময় দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করেছিল। সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু সেই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি।
ফরহাদ হোসেন বলেন, আমাদের লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া, আমাদের অর্থনৈতিক ক্ষেত্র বেরে গেছে। এখন আমাদের গ্লোবাল ভিউ বেরেগেছে তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে ভালো দিকগুলো তুলে ধরতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুন্দর এবং সমৃদ্ধশালী সোনার বাংলা উপহার দিতে চাই তাহলে তাদের জন্য হলেও আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাহুল রাহা।
আরএইচ/