নগর ভবনে অগ্নিকাণ্ড: ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গুলশানে নগর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ৯ সদস্যের এ কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এ ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে একটি অফিস আদেশ জারি করেছেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
ডিএনসিসি সচিব গণমাধ্যমকে জানান, ৯ সদস্যের এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। সেই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিতকরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় এবং পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশ করতে হবে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের গুলশান সেন্টার পয়েন্ট ভবনের ৮ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকাল সোয়া ৯টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।
আরএইচ/