বিআরটিএর অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শনিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৮ টি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ। এ সময় বিভিন্ন অভিযোগে ১৯ টি বাস থেকে সাতাত্তর হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও রুট পারমিটি বিহীন, ওয়েবিল, হাইড্রোলিক হর্ণ, ফিটনেস বিহীন, ও অন্যান্য অপরাধের দায়ে ৪০টি বাসের বিপরীতে ৪০টি মামলা ও দুই লক্ষ চার হাজার তিন শত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রুট পারমিট না থাকায় একটি বাস ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।
বিআরটিএর চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন, সচিব এটিএম কামরুল ইসলাম, শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, লোকমান হোসেন মোল্লা এবং উপপরিচালক, মো. হেমায়েত উদ্দিন প্রমুখ।
অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএইচ/