হজে অনিয়মের দায়ে ২৬ এজেন্সিকে শোকজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


হজে অনিয়মের দায়ে ২৬ এজেন্সিকে শোকজ

এবারের হজ কার্যক্রমে অনিয়মের অভিযোগে ২৬টি এজেন্সিকে শোকজ করেছে সরকার। হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুযায়ী এসব এজেন্সিকে জবাব দিতে গত ১৬ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সময় দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শোকজের জবাব পর্যালোচনা ও শুনানির শেষে আইন অনুযায়ী এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত, জরিমানা, সতর্ক করাসহ বিভিন্ন ধরনের শাস্তি নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সূত্র জানায়, গত ৮ জুলাই অনুষ্ঠিত হয় পবিত্র হজ। এ বছর সরকারিভাবে চার হাজার ১১৫ জন ও বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে ৫৫ হাজার ৮৮৫ জন হজ পালন করেছেন। হজ কার্যক্রম পরিচালনা করেছে ৩৪৯টি হজ এজেন্সি।

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, হজ থেকে ফিরে হাজীরা হজ চলাকালে তাদের অস্বাস্থ্যকর, নিম্নমানের খাওয়ার দেওয়া এবং পর্যাপ্ত খাবার না দেওয়া, নিম্নমানের হোটেলে রাখা, পানির ব্যবস্থা না করা, এক রুমে গাদাগাদি করে ও অপরিচ্ছন্ন পরিবেশে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেন। 

আরএইচ/