নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী হলেন শহীদুল ইসলাম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী হলেন শহীদুল ইসলাম

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী মীর শহীদুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ১৫ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রোববার (০৪ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

মীর শহীদুল ইসলাম বর্তমান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হবেন।

আরএইচ/