গাজী মাজহারুল আনোয়ারেকে রাষ্ট্রীয় শ্রদ্ধা প্রদান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গাজী মাজহারুল আনোয়ারেকে রাষ্ট্রীয় শ্রদ্ধা প্রদান

কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে রাষ্ট্রীয় শ্রদ্ধা ‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছে। 

সোমবার (৫ সেপ্টেম্বর) তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানেই কবিকে দেওয়া হয় ‘গার্ড অব অনার’।

এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন সংস্কৃতি অঙ্গনের অনেক শিল্পী। 

শ্রদ্ধা জানাতে এসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘‘এই সম্মান প্রদর্শনের মাধ্যমে আমরা বলতে চাই, দৈহিকভাবে চলে গেলেও একজন শিল্পীর মৃত্যু হয় না। তার যে দেশপ্রেম সেটা অপ্রতিদ্বন্দ্বী। ১৯৭১ সালে তিনি ‘জয় বাংলা বাংলার জয়’ লিখেছেন। যা মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছে। চলচ্চিত্রে যেখানে বানিজ্যিক, সেখানে তিনি কাব্যময়তা এনেছেন। আমাদের গানকে সমৃদ্ধ করেছেন।’’ 

এরপর এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শেষ হয় শহীদ মিনারের বিদায়ী আনুষ্ঠানিকতা। বেলা ১২টায় গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ নেওয়া হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা।

এরপর তার মরদেহ নেওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। সবশেষে গুলশানের আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে গাজী মাজহারুল আনোয়ারকে দাফন করা হবে বনানী কবরস্থানে।  

আরএইচ/