পাওয়া গেছে জিএম কাদেরের মোবাইল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পাওয়া গেছে জিএম কাদেরের মোবাইল

প্রায় এক সপ্তাহ পরে উদ্ধার হয়েছে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের ছিনতাই হওয়া মোবাইল ফোন। গতকাল বুধবার রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ফোনটি উদ্ধার করেছে পুলিশ। ফোনটি উদ্ধার করার পাশাপাশি ছিনতাইকারী ও তার ৫ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম জানান, ছিনতাই হওয়া জিএম কাদেরের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জিএম কাদেরের গাড়ি থেকে মোবাইলটি যে ছিনতাই করে তার নাম আজিজুল। পরে সে মোবাইলটি হাতবদল করে। 

আজিজুলকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে তার সহযোগী ইসমাইল, সানাউল্লাহ ও সুবল চন্দ্র ঘোষসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।  

এর আগে, গত ৩১ আগস্ট রাত ১১টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মোবাইল ফোন ছিনতাই হয়। ৮ দিনেও বেশি সময় পার ফোনটি উদ্ধার হয়েছে।

আরএইচ/