ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে আজ শনিবার (১০ সেপ্টেম্বর) চারটি ভূমিকম্প আঘাত হেনেছে। ৬.২ থেকে ৫.১ মাত্রার ভূমিকম্পগুলোতে এখনো কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

ইন্দোনেশিয়ান আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চারবার ভূকম্পন অনুভূত হয়। 

রাত ১২টার দিকেপ্রথমে ৫.১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এরপর আরো দুইবার মৃদু ভূমিকম্প হয়। পরে ভোর ৬টার দিকে আবারো হয় ভূমিকম্প। তখন এর মাত্রা ছিল ৬.২।   

এর উৎপত্তিস্থল পশ্চিম পাপুয়ার মধ্য মামবেরামো জেলার প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এই ভূমিকম্পগুলি প্রায় ১৬ কিলোমিটার পর্যন্ত গভীরহয়েছিল।এতেসুনামির কোন আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। 

ভূমিকম্পে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরএইচ/