কেউ ধর্ম ও পূজা নিয়ে গুজব ছড়াবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কেউ ধর্ম ও পূজা নিয়ে গুজব ছড়াবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে মনিটরিং সেল করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কেউ ধর্ম ও পূজা নিয়ে গুজব ছড়ালে তাকে আইনের আওতায় আনা হবে।’

এবার দেশজুড়ে ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপেই সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিয়োজিত রাখা হবে আনসার সদস্যদের। এসব ব্যবস্থার পাশাপাশি তৎপর থাকবে ভ্রাম্যমাণ আদালতও।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সচিবালয়ে রোববার (১১ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, ধর্ম সচিব, র‌্যাব ডিজি, আইজিপি ও ডিএমপি কমিশনারের প্রতিনিধিসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ১ থেকে ৫ অক্টোবর শারদীয় দুর্গোৎসব পালিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজান ও নামাজের সময় শব্দযন্ত্রের ব্যবহার যেন সীমিত রাখা হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগে ভ্রাম্যমাণ থাকলেও এবার এবার সব মণ্ডপে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। প্রতিটি মণ্ডপে বাধ্যতামূলক সিসিটিভি থাকতেই হবে। পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবকও থাকবে। তাদের পরিচয়ের জন্য আর্মড ব্যান্ড পরতে হবে। এসব ব্যবস্থার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও তৎপর থাকবে।’

দুর্গাপূজায় কোনো নিরাপত্তা শঙ্কা আছে কি না সে বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের গোয়েন্দাদের কাছে তেমন কোনো খবর নেই।’

আরএইচ/