তজুমদ্দিনে বজ্রপাতে একজনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভোলার তজুমদ্দিন উপজেলায় বজ্রপাতে আ. রাজ্জাক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এ দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার সম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝি বাড়ী’র ওবাদুল কালু’র ছেলে। নিহত রাজ্জাক কুঞ্জেরহাট ও শিবপুর খাশেরহাট বাজারে আল আরাফা ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক ছিলেন। এসময় হানিফ (৬৫) ও মো. মঞ্জু(৩৮) নামে দুইজন আহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার আ. রাজ্জাক লোকজন নিয়ে তার সুপারি বাগানে সুপারি টাক দিতে যায়। এ সময় হঠাৎ ঝর বৃষ্টি শুরু হয়। ওই সময় বজ্রপাতে আ. রাজ্জাক গুরুত্বর আহত হলে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এব্যাপারে তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এসময় হানিফ ও মঞ্জু নামের দুইজন আহত হয়েছে বলে জানা গেছে।
জেবি/ আরএইচ/