জেলা পরিষদ নির্বাচন: ৯ জন প্রার্থীর মনোনয়ন জমা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পাবনা জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে সদস্য পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বেড়া পৌর এলাকার সানিলা মহল্লার জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম বস, পৌর সভার সানিলা মহল্লার সদস্য প্রার্থী ময়ছার উদ্দিন, পৌর এলাকার বৃশালিখা মহল্লার শেখ মো.কামাল হোসেন, পৌর সভার কাগমাইর মহল্লার সরোয়ার কবীর বিপ্লব, উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের থেকে জাহাঙ্গীর আলম দাদা, রুপপুর ইউনিয়ন থেকে মো. রেজাউল হক বকুল, মো. নুরু হক মোল্লা ও মো.কাদের মোল্লা এবং জাতসাকিনী ইউনিয়নের হুমায়ন আহম্মেদ চৌধুরী।
বেড়া,সাঁথিয়া ও সুজানগর এই তিন উপজেলা নিয়ে একটি সংরক্ষিত মহিলা আসনের জন্য বেড়া উপজেলার জাতসাকিনী ইউনিয়নের মোছা.আনোয়ারা বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আগামি ১৭ অক্টোবর পাবনা জেলা পরিষদের ৯টি সদস্য পদ,৩টি সংরক্ষিত মহিলা আসন ও ১টি চেয়ারম্যান পদের জন্য ভোট গ্রহন করা হবে। জেলা পরিষদের ৬নং ওয়ার্ডে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ১শ’৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেবি/ আরএইচ/