সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ছাবিরুল ইসলাম সাগর (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর পামুলী ঢাঙ্গীরহাট এলাকার মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে ছাবিরুল ইসলাম পরীক্ষা দেয়ায় জন্য বাড়ি থেকে বের হয়ে অটোরিকশা (মিশু) করে কালীগঞ্জের দিকে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। বেঁধে রাখা ছাগলটিকে বাঁচাতে সড়কে উল্টে গিয়ে চাপা পড়ে গুরুত্বর আহত হয় সে।
এসময় স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জেবি/ আরএইচ/